–জুবায়ের ইবনে কামাল
‘তোমরা কি স্বপ্ন দেখতে ভয় পাও? এখন তো স্বপ্ন দেখারই সময়। আমার বাবা নড়তে পারেন না। তিনি থাকেন গ্রামে। আমাকে মাঝেমধ্যেই আমাকে বলেন, চল বাবা আমাকে ঢাকা নিয়ে। মনে হয় যেতে পারবো। কবরে এক পা দেয়া আমার বাবাও এখন স্বপ্ন দেখে ঢাকা যাবার। আর তোমরা তরুন স্বপ্ন দেখতে ভয় কিসের!’ এই কথাগুলো একজন জীবন্ত নক্ষত্রের। একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের কনভোকেশন অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। নাহ! তিনি আর মেয়র হিসেবে অফিসে বসবেন না। আর হাজারো হতাশ ছাত্র-ছাত্রীদের এমন স্বপ্নও দেখাবেন না। কিছুক্ষন আগে বাংলাদেশ সময় রাত এগারোটায় লন্ডনে শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন তিনি। অবস্থা জরুরী হওয়ায় দেশের বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। কে জানতো এটাই ছিলো তার শেষ যাত্রা।
তরুন নক্ষত্র তার ছোট্ট জীবনে নিয়ে গেছে বিশাল সব পদক্ষেপ। দেশকে পরিষ্কার রাখতে নিজের উদ্যোগে খুলেছেন ‘বিডি ক্লিন’ নামের সংগঠন। আর তাকে দেখা যাবেনা ঝাড়ু হাতে দেশ পরিস্কারের মিশনে।
আগামীকাল শুক্রবার লন্ডনের স্থানীয় রিজেন্ট লেক মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে। তার মরদেহ শনিবার দেশে আনার কথা রয়েছে।