-আহমেদ যাবের
আপনাকে যে চিনি,
পুকুর ধারে দাড়িয়ে থাকা
আপনি তো সেই তিনি ৷
হলুদ শাড়ী গায়,
আঁচলখানি কোমরে গোঁজা,
আলতা রাঙা পায় ৷
মাটির কলস কাখে,
টকটকে লাল লিপ্সটিকে ঠোঁট,
নথ ছিলো যে নাকে ৷
চুলে ছিলো বেণী,
পুকুর ধারে দাড়িয়ে থাকা
আপনাকে যে চিনি ৷
ঈষৎ হাসি ঠোঁটে,
বুকের ভেতর মোচড় দিলো,
সেই হাসিটির চোটে ৷
আমায় তখন দেখে,
আপনি গেলেন হকচকিয়ে
লজ্জাতে মুখ ঢেঁকে ৷
আপনি তো সেই তিনি,
পুকুর ধারে দাড়িয়ে থাকা,
আপনাকে যে চিনি ৷