শিরোনাম দেখে অবাক হওয়ার কিছু নেই। হ্যা বিপিএল এর এই আসরেই ঘটেছে এই অভিনব ঘটনা। যার শিকার কামরুল ইসলাম রাব্বি। গতকাল ২৮ নভেম্বর সিলেট সিক্সারস আর রংপুর রাইডার এর ম্যাচ এ দ্বিতীয় ইনিংসের পনেরো তম ওভারে কামরুল ইসলাম এর এক ওভার এ সাতটি বল করতে হয়। তখনই আম্পায়ার কে সিলেট এর অধিনায়ক এই বিষয়ে জানালে তিনি ম্যাচ রেফারির সাথে কথা বলে। তবে আশ্চর্য বিষয় হলো রেফারিও ওভারে আরেকটি বল করার অনুমতি দেন।
বর্তমান প্রযুক্তির সময়েও এই ধরনের বিশাল ভুল কল্পনাও করা যায় না। ম্যাচ শেষে সিলেট অধিনায়ক নাসিরের কন্ঠে ছিলো অভিযোগ এর ছাপ। তিনি বলেন এই ধরনের ম্যাচ এ একটি বল ও অনেক কিছু করে দিতে পারে। আর আমরা সাথে সাথে অভিযোগ করেও এই ভুল এর শিকার হলাম। পরে সিলেট দল থেকে একটি অভিযোগপত্র জমা দেয়া হয়।