আমরা দিনদিন নিজেদের নিয়ে ভাবা ভুলে গেছি। নিজেদের একটা জীবন আছে, স্বপ্ন আছে, সংগ্রাম আছে, পরিণতি আছে।
সব ভুলে যাচ্ছি। ভুলে যে যাচ্ছি সেটাও ভুলে যাচ্ছি!
আহা, নিজের জীবন নিয়ে কি নিদারুণ উৎসব আমাদের। আহারে জীবন।
আমরা খুব করে অপরের জীবন নিয়ে আগ্রহী এখন বেশি। নিজের জীবন গড়তে যতটুকু সুস্থকর আত্নসমালোচনা দরকার, সেটা এখন বিনে পয়সায় অন্যদের জীবনে বিতরণ করা শুরু করেছি।
অপরের জীবন বা জীবনবোধ নিয়ে আমাদের যত আগ্রহ, গবেষণা কিংবা সমালোচনা এর অল্পটুকু অংশ যদি নিজের জীবনে প্রয়োগ করতে পারতাম, তাহলে আজ প্রত্যেকে তার স্বপ্নের যাত্রায় দ্রুত এগিয়ে যেত। অদূরে দাঁড়িয়ে থাকা সফলতার ঘ্রাণ শুকতে পারতো অল্প সময়ে।
আমরা অপরের জীবন নিয়ে ভাবতে পারি। সমালোচনা করতে পারি।
সেটার লক্ষ্য হওয়া দরকার, তাকে ভুল ধরিয়ে দিয়ে সঠিক পথ চিনিয়ে দেয়া এবং সেখান থেকে নিজেও শিক্ষা গ্রহণ করা।
তবে অন্যকে নিয়ে এমন ভাবে ভাববো না, যাতে আমার নিজের জীবনের অস্তিত্ব ভুলে যাই। তাকে নিয়ে এমন সময় দিবো না, যাতে আমাকে গড়ার আমার জন্য সময় না থাকে।
তবে আমরা এখন উল্টো। একেবারে বেগতিক। অপর মানুষকে নিয়ে ভাবতে ভাবতে মস্তিষ্কের জোর আর নিজের জন্য থাকে না। নিজে গোল্লার দিকে এগিয়ে যাচ্ছি, সেটারও ধ্যানজ্ঞান নেই।
আমরা আগে নিজের জীবন নিয়ে ভাববো। নিজের স্ট্রাগল নিয়ে চিন্তিত হবো। কোথায় আমার জীবন দাঁড়াবে শেষপর্যন্ত, সেটার জন্য ঘুমহীন রাত কাটাতে পারি। তাতে আপত্তি নেই। আপনারও থাকার কথা না!
জীবনের প্রত্যেক ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করতে হবে সবার থেকে একটু আলাদা করে। চ্যালেঞ্জের জন্য প্রস্তুত থাকতে হবে। প্রতিযোগিতার এই সমাজব্যবস্থায় একজন খেলুড়ে প্রতিযোগি হয়ে প্যাভিলিয়নে বসে অপেক্ষায় থাকতে হবে। কখন ডাক আসে এবং জীবনের মাঠে সেরাটা দেয়ার আত্মবিশ্বাস বুকে চেপে ধরতে হবে। তাহলেই সফলতা। তাহলেই জীবন।
লেখকঃ মাসুদ আনসারী
এডিটর
গল্পগ্রাফি ডটকম