গত ১০ নভেম্বর ২০১৭ তারিখে ধানমন্ডির দৃক গ্যালারীতে বাংলাদেশ ডিবেটিং সোসাইটির ১ বছর পূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ডিবেটিং সোসাইটি ফটোগ্রাফি ক্লাব আয়োজন করে “১ম জাতীয় আলোকচিত্র পুরস্কার ২০১৭।”
যেখানে মিলিত হয় বাংলাদেশের বিভিন্ন জেলা থেলে অসংখ্য ছবিয়ালের হাতে তোলা আলোকচিত্র। ধানমন্ডির দৃক গ্যালারীতে তাদের হাতে তোলা ছবি প্রদর্শনী করা হয় সবার মাঝ থেকে মোবাইল ও ক্যামেরা এই দুই ক্যাটাগরি থেকে সেরা ১০ টি ছবি অর্জন করে জাতীয় আলোকিত্র পুরস্কার।
ক্যামেরা ক্যাটাগরিতে ১ম হয় বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল স্কুলের ৫ম শ্রেনির এক মেধাবী ছাত্র আলিম আল রাজি রাইয়ান এবং মোবাইল ক্যাটাগরিতে ১ম স্থান অর্জন করে ভিকারুন্নেসা স্কুল এন্ড কলেজের রিফা আনোয়ার।তাছাড়া বর্ষসেরা ফটোগ্রাফার নির্বাচিত হয় সাউথ পয়েন্ট কলেজের একাদশ শ্রেনির ছাত্রী ফাইজা বিনতে মোজাম্মেল।
প্রধান অতিথি হিসেবে ছিলেন ব্রেইন ইকুয়েশন এর নির্মাতা জনাব নাদিম মাজিদ এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন দুরন্ত শিশু কিশোর পত্রিকার সম্পাদক কাজী মনজুরুল আজীজ। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঞ্জেরী পাবলিকেশন লিমিটেড এর নির্বাহী মার্কেটিং অফিসার, দুরন্ত শিশু কিশোর পত্রিকার নির্বাহী সম্পাদক জান্নাতুল ফেরদৌস পিংকি ও বাংলাদেশ ডিবেটিং সোসাইটির সভাপতি জনাব সাকিবুল ইসলাম লিসান। আয়োজক কমিটির মধ্যে ছিলেন জেনিলিসা মীম, গোলাম মোর্শেদ সীমান্ত, ইবাদুল্লাহ রুপম।এই অনুষ্ঠানে বিচারক ছিলেন বাংলাদেশের অন্যতম ফটোগ্রাফার এম এইচ শুভ। অনুষ্ঠানে বিজয়ীদের মেধাবৃত্তি,ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।অনুষ্ঠানের মিডিয়া পার্টনার ছিলো ভোরের কাগজ।