আলাস্কা ও কানাডার ইউকন অঞ্চলের সীমান্তবর্তী এক প্রত্যন্ত এলাকায় শনিবার (৬ ডিসেম্বর) ৭.০ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। তবে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি এবং সুনামির সতর্কতাও জারি করা হয়নি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল আলাস্কার জুনাউ থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর–পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে ২৫০ কিলোমিটার পশ্চিমে।
হোয়াইটহর্সে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশের সার্জেন্ট ক্যালিস্টা ম্যাকলিওড জানান, ভূমিকম্পের পর তাঁদের কাছে দুটি ৯১১ কল আসে। এছাড়া অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভূমিকম্প অনুভবের অভিজ্ঞতা জানিয়েছেন।
ন্যাচারাল রিসোর্সেস কানাডার ভূকম্পবিদ অ্যালিসন বার্ড বলেন, ইউকনের যে অংশে ভূমিকম্পের প্রভাব বেশি ছিল, তা পাহাড়ি ও কম জনবসতিপূর্ণ অঞ্চল। কিছু ক্ষেত্রে তাক থেকে জিনিসপত্র পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে, তবে বড় ধরনের কাঠামোগত ক্ষতির খবর নেই।
সূত্র: এনডিটিভি
সিএ/এএ


