দল হেরেছে, কিন্তু নিজের অভিষেক ম্যাচে বল হাতে ও ফিল্ডিংয়ে নজরকাড়া পারফরম্যান্স দেখালেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি লিগ আইএল টি–টোয়েন্টিতে প্রথম ম্যাচেই অসাধারণ বোলিং করে সবাইকে চমকে দিয়েছেন তিনি।
মোস্তাফিজের দুর্দান্ত অভিষেক
৪ ওভারে ২৬ রান দিয়ে ২ উইকেট
ফিল্ডিংয়ে দুটি ক্যাচ
প্রথম বলেই উইকেট: রহমানউল্লাহ গুরবাজ আউট
ইনিংসের দ্বিতীয় ওভারে বল হাতে এসে প্রথম ডেলিভারিতেই তুলে নেন গুরবাজকে। যদিও প্রথম ওভারে ১১ রান দিয়েছিলেন, দ্বিতীয় স্পেলে দারুণভাবে ঘুরে দাঁড়ান মোস্তাফিজ।
পাওয়ার প্লের শেষ ওভারে জেমস ভিন্সের ক্যাচ নেওয়া হয়নি ডেভিড উইলির ভুলে; সেটি না হলে আরও এক উইকেট যোগ হতে পারত মোস্তাফিজের ঝুলিতে। শেষপর্যন্ত ভিন্সই ফিফটি করে দলকে জয়ের পথে নিয়ে যান।
শেষ স্পেলেই মোস্তাফিজের প্রকৃত জাদু
১২তম ওভার: মাত্র ২ রান দিয়ে ফিফটি করা নিশাঙ্কাকে আউট
১৬তম ওভার: মাত্র ৩ রান
প্রথম দুই ওভারে যেখানে দিয়েছিলেন ২১ রান, শেষ দুই ওভারে দিয়েছেন মাত্র ৫ রান—চাপ তৈরি করেছিলেন গালফ জায়ান্টসের ওপর।
ম্যাচের ফলাফল
দুবাই ক্যাপিটালস ১৬০ রান করলেও, গালফ জায়ান্টস জিতে যায় ৭ বল ও ৪ উইকেট হাতে রেখে।
মোস্তাফিজের দুর্দান্ত বোলিংও থামাতে পারেনি নিশাঙ্কার ঝড়—৩১ বলে ৬৭ রান, ম্যাচসেরা।
পয়েন্ট টেবিল অবস্থা
দুবাই ক্যাপিটালস: প্রথম দুই ম্যাচেই হার
গালফ জায়ান্টস: দুই ম্যাচ–দুই জয়, টেবিলের শীর্ষে
নিজের দলের হার সত্ত্বেও মোস্তাফিজ অভিষেক ম্যাচেই প্রমাণ করেছেন—যেখানেই খেলুন, কাটারের জাদু ছড়াতেই পারেন তিনি।
সিএ/এএ


