আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলির শতকের সংখ্যা তিন অঙ্কে পৌঁছানো এখন শুধু সময়ের ব্যাপার—এমনটাই মনে করেন ভারতের কিংবদন্তি ওপেনার সুনীল গাভাস্কার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে কোহলির দুর্দান্ত পারফরম্যান্স দেখে উৎসাহিত হয়েছেন তিনি।
সিরিজের শেষ ম্যাচে বিশাখাপত্তনমে অপরাজিত ৬৫ রানে দলকে জিতিয়ে কোহলি হয়েছেন সিরিজসেরা। তিন ম্যাচে তার সংগ্রহ ৩০২ রান, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি অর্ধশতক। আন্তর্জাতিক ক্রিকেটে কোহলির বর্তমান শতক সংখ্যা ৮৪, শচীন টেন্ডুলকারের কিংবদন্তি ১০০ সেঞ্চুরির রেকর্ড থেকে মাত্র ১৬টি দূরে তিনি।
গাভাস্কার বলেন,
“এই ফর্মে থাকলে কোহলির পক্ষে ১০০ সেঞ্চুরি ছোঁয়া শুধু সময়ের ব্যাপার। আরো তিন বছর খেললে তার মতো ব্যাটারের জন্য ১৬ সেঞ্চুরি করা কঠিন নয়।”
কোহলি বর্তমানে ওয়ানডে ক্রিকেটে নতুন ছন্দে খেলছেন—যেখানে টি-টোয়েন্টির ছাপ আছে, কিন্তু নিয়ন্ত্রিত আগ্রাসনই তার মূল শক্তি। গাভাস্কার বলেন,
“আজকের ইনিংসে কোহলি যেভাবে শট খেলেছে, একটাও বেপরোয়া নয়। অনেক দিন পর এমন আত্মবিশ্বাসী, মেজাজি কোহলিকে দেখলাম।”
আগামী পথচলা
২০২৭ বিশ্বকাপ পর্যন্ত ভারত সম্ভবত আরও ৩৫টি ওয়ানডে খেলবে। ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এই সময়ের মধ্যেই তিন অঙ্কের ক্লাবে ঢুকে পড়তে পারেন কোহলি।
কেবল চলতি বছরই ১৩ ম্যাচে ৬৫১ রান করেছেন তিনি—যার মধ্যে রয়েছে তিনটি সেঞ্চুরি।
এখন ঘরোয়া বিজয় হাজারে ট্রফির মধ্য দিয়ে মাঠে ফিরবেন কোহলি। এরপর নিউ জিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে দেখা যাবে তাকে।
কোহলির পরিসংখ্যান, ফর্ম এবং মানসিক দৃঢ়তা দেখলে গাভাস্কারের মন্তব্য সত্যি প্রমাণ হওয়া এখন সময়েরই অপেক্ষা।
সিএ/এএ


