নিসর্গ নিগারঃ
তথ্য প্রযুক্তির চরম শিখরে পৌঁছে আজকাল পার্থক্য করা মুশকিল কে গিক এবং কে নার্ড। যতই দিন যাচ্ছে, এই টার্ম দুটি কাছাকাছি চলে আসছে। তারপরও অনেক ক্ষেত্রেই তাদের আলাদা করা যায়!
গিকরা-
১। একটা নির্দিষ্ট জীবনাদর্শে উদ্বুদ্ধ। প্যাশনেট। কিছু বিশেষ বিষয়ে তাদের বিশেষ দক্ষতা থাকে। বিগিনার লেভেল নয়, এক্সপার্ট হিসেবে।
২। তাদের জ্ঞানকে কোন শ্রেণীতে ফেলা যায় না। তা হতে পারে একেবারে ছোট একটা বিষয় থেকে এনসাইক্লোপিডিয়া পর্যন্ত।
৩। ফ্যাশন সচেতন বলা যায় না, কিন্তু তারা প্রযুক্তিনির্ভর টিশার্ট পরতে পছন্দ করে থাকে। যেমন সম্প্রতি ঘুরে আসা হ্যাকাথন বা কমিকনের।
৪। গেম, সাইন্স ফিকশন, সুপারহিরো অ্যাকশন মুভি, কোডিং, হ্যাকিং, টেকনো মিউজিক, তাদের ব্যবহৃত অপারেটিং সিস্টেম এবং গ্যাজেটে তাদের ব্যাপক আগ্রহ।
৫। গিকরা নার্ডদের চেয়ে বেশি সামাজিক।
নার্ডরা-
১। একাডেমিক ব্যাপারে তাদের আগ্রহ বেশি। গণিত আর বিজ্ঞানে ভালরকম পারদর্শী।
২। ইনট্রোভারট স্বভাবের।
৩। অনেক বেশি বই পড়ে। প্রচুর জানে।
৪। পদার্থবিজ্ঞান, দাবা, প্রোগ্রামিং, কমিক বই, মহাকাশ – এই সব বিষয়ে আগ্রহী।
৫। তাদের কথাবার্তায় কিছু অস্পষ্ট রেফারেন্স থাকে, যা অনেকে বুঝে উঠতে পারে না।
লেখক, ফাউন্ডার, চিজকেকটেক।