গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩১৯ জন রোগী।
মঙ্গলবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া তিনজনের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী। নতুন আক্রান্তদের মধ্যে ২৩০ জনই ঢাকার বাইরের জেলার বাসিন্দা।
চলতি বছর (২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ২২ হাজার ৩৮৪ জন। এ সময়ের মধ্যে মৃত্যু হয়েছে ৮৯ জনের।
প্রসঙ্গত, ২০২৪ সালে (১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত) দেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন মোট ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর এ রোগে মারা যান ৫৭৫ জন।
এর আগের বছর ২০২৩ সালে এ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল ১ হাজার ৭০৫ জন এবং মোট ভর্তি রোগী ছিলেন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন।
ডেঙ্গু পরিস্থিতি নিয়ে বিশেষজ্ঞরা সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়েছেন।
ফেসবুক ক্যাপশন (কোনো ইমোজি ছাড়া):
ডেঙ্গুতে ফের প্রাণহানি। ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩১৯। চলতি বছর এখন পর্যন্ত মোট মৃত্যু ৮৯ জন।
ডেঙ্গু প্রতিরোধে সতর্ক থাকুন। সরকারি তথ্য অনুযায়ী ২০২৩ ও ২০২৪ সালে মৃত্যুর হার ছিল অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।