চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে থাকা নেইমার অবশেষে ফিরলেন জোড়া গোলের মাধ্যমে। ইউরোপ ছেড়ে সৌদি আরব, সেখান থেকে ব্রাজিলে ফেরার পরও চোট তাঁকে স্বস্তি দেয়নি। তবে এবার নিজ দেশে ঘরোয়া লিগে নিজের সামর্থ্য মেলে ধরেছেন এই ব্রাজিলিয়ান তারকা।
বাংলাদেশ সময় সোমবার (৫ আগস্ট) সকালে ব্রাজিলিয়ান সিরি ‘আ’ লিগে জুভেন্টুডের বিপক্ষে সান্তোসের হয়ে মাঠে নামেন নেইমার। তার জোড়া গোলে সান্তোস ম্যাচটি ৩-১ ব্যবধানে জিতে নেয়। দলের অন্য গোলটি করেন আলভারো ব্যারিয়েল। জুভেন্টুডের পক্ষে একমাত্র গোলটি আসে উইলকের এঞ্জেলের পা থেকে।
প্রথমার্ধে ম্যাচের ৩৭তম মিনিটে প্রথম গোল করেন নেইমার। এর তিন মিনিট পরেই আলভারো গোল করে ব্যবধান বাড়ান। বিরতির আগে জুভেন্টুড এক গোল শোধ করলেও দ্বিতীয়ার্ধে আর ঘুরে দাঁড়াতে পারেনি। ম্যাচের ৮০তম মিনিটে পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন নেইমার।
এই ম্যাচে নেইমার শুধু গোলই করেননি, মাঠে পুরো সময়ও কাটিয়েছেন। ২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেন তিনি, যা তাঁর ফিটনেসের উন্নতির স্পষ্ট প্রমাণ। ফলে ব্রাজিল জাতীয় দলের কোচ কার্লো আনচেলত্তির চোখে ফের বিবেচিত হওয়ার সম্ভাবনা উজ্জ্বল হলো।
এই জয়ে লিগ টেবিলেও খানিকটা স্বস্তি ফিরেছে সান্তোসের। ২০ দলের লিগে ১৭ ম্যাচ শেষে ১৮ পয়েন্ট নিয়ে তারা উঠে এসেছে ১৫ নম্বরে। লিগের নিচের চার দল অবনমনের শঙ্কায় থাকায় এই জয় ছিল তাদের জন্য গুরুত্বপূর্ণ। আগের তিন ম্যাচে এক ড্র ও দুটি হারের পর জয় পেয়েছে সান্তোস, তাও নেইমারের দুর্দান্ত প্রত্যাবর্তনের সুবাদে।