ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কয়েক দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো টেলিফোনে কথা বলেছেন। সোমবার (৪ আগস্ট) টাইমস অব ইসরাইল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ইসরাইলি প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, ফোনালাপটি বর্তমানে চলমান, তবে বিস্তারিত কিছু জানানো হয়নি। একইভাবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভও আলাপের বিষয়বস্তু প্রকাশ না করলেও ফোনালাপের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গত সপ্তাহেই সিরিয়া ও ইরান ইস্যুতে দুই নেতার মধ্যে একটি ফোনালাপ হয়। ধারাবাহিক এই যোগাযোগে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনাকর পরিস্থিতিকে ঘিরে রাশিয়া-ইসরাইলের কূটনৈতিক তৎপরতা বেড়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে কূটনৈতিক সূত্রে জানা গেছে, আসছে ৬ আগস্ট (বুধবার) রাশিয়া সফরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তাস বার্তা সংস্থা ও একাধিক মার্কিন সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
বিশ্লেষকদের মতে, গাজা যুদ্ধ পরিস্থিতি এবং সিরিয়া-ইরান ঘিরে ক্রমবর্ধমান অস্থিরতার প্রেক্ষাপটে রাশিয়া, ইসরাইল ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক যোগাযোগ নতুন মাত্রা পাচ্ছে।