রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মানদীতে বিরল ঢাই মাছ জেলেদের জালে, কিনলেন মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মানদীতে জেলেদের জালে ধরা পড়েছে বিলুপ্তপ্রায় প্রজাতির একটি ঢাই মাছ। মাছটির ওজন ৩ কেজি ৪০০ গ্রাম, যার বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৯ হাজার ১৮০ টাকা।
রোববার (৩ আগস্ট) সকাল ১০টার দিকে রেজাউলের মাছের আড়ৎ থেকে মাছটি কিনে নেন দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা। তিনি জানান, প্রতি কেজি ২ হাজার ৭০০ টাকা দরে মোট ৯,১৮০ টাকায় মাছটি কিনেছেন এবং অনলাইনে কিছু লাভ রেখে বিক্রি করবেন।
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা বলেন, “পদ্মায় নানা প্রজাতির মাছ ধরা পড়লেও এত বড় ও সুস্বাদু ঢাই মাছ বর্তমানে খুবই কম পাওয়া যায়। এটি বিলুপ্তপ্রায় একটি প্রজাতি।