রাজধানীর খিলগাঁও সিপাহীবাগ এলাকায় নজরুল ইসলাম মোল্লা (৪৩) নামের এক খাবার বিক্রেতা মৃত্যুবরণ করেছেন। নিহতের পরিবারের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মারধরের কারণেই তার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নজরুলের মামা কামাল হোসেন জানান, শুক্রবার রাত ১১টার দিকে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য নজরুলের বাসায় ঢুকে তার স্ত্রী ও সন্তানদের সামনে তাকে মারধর করে। পরে নজরুল ও তার স্ত্রীকে সেনাবাহিনীর বাসাবো ক্যাম্পে নেওয়া হয় এবং সেখানেও আবার মারধর করা হয়। ভোরে নজরুল অচেতন হয়ে পড়লে তাকে দুই হাজার টাকা দিয়ে হাসপাতালে পাঠানো হয়।
পরিবারের ভাষ্যমতে, নজরুলের শরীরজুড়ে মারধরের চিহ্ন রয়েছে। নিহত নজরুলের বিরুদ্ধে একটি মাদক মামলা ছিল।
খিলগাঁও থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম জানান, তাকে মুগদা হাসপাতাল থেকে ঢামেকে আনা হয় পুলিশের সহায়তায়। থানার ওসি দাউদ হোসেন বলেন, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।