গাজা উপত্যকায় চরম খাদ্য সংকটে মানুষ যখন জীবনের ঝুঁকি নিয়ে খাদ্য সংগ্রহে নামছেন, তখন ইসরায়েলি বাহিনীর গুলিতে গত দুই দিনেই প্রাণ হারিয়েছেন অন্তত ১০০ জন এবং আহত হয়েছেন আরও কয়েকশ। শুক্রবার জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয় কার্যালয় (OCHA) এই তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
ওচা-এর সহকারী মুখপাত্র ফারহান হক এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে থাকা খাদ্য বিতরণ কেন্দ্র ও সহায়তাবাহী গাড়িবহরের আশপাশে এই প্রাণহানির ঘটনা ঘটছে। তিনি বলেন, “কোনো মানুষ যেন খাবারের জন্য নিজের জীবনকে ঝুঁকিতে না ফেলতে হয়—এটা নিশ্চিত করা উচিত। সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষা এবং স্থানীয় পর্যায়ে সহায়তা পৌঁছানো সহজ করতে হবে, বাধাগ্রস্ত নয়।”
জাতিসংঘ জানায়, গাজায় ন্যূনতম জীবনধারণের জন্য প্রয়োজনীয় খাদ্য, ওষুধ ও সহায়তা পৌঁছাচ্ছে না, কারণ ইসরায়েলি কর্তৃপক্ষের নির্ধারিত রুটগুলোতে এখনো রয়েছে নানা ধরনের বাধা ও নিরাপত্তা ঝুঁকি। অনেক রাস্তা ব্যবহারের অনুপযোগী বা যানজটে ভরা, যার কারণে সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
৭ অক্টোবর ২০২৩ থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরুর পর থেকে জাতিসংঘের তথ্যমতে ৬০ হাজার ৩০০-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। অব্যাহত বোমাবর্ষণ ও অবরোধে গাজা এখন এক ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে।