ন্যাশনাল ডিফেন্স কলেজে সম্পন্ন হলো ২০২৫/২ ব্যাচের ক্যাপস্টোন কোর্স
শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ ন্যাশনাল ডিফেন্স কলেজে আয়োজিত মর্যাদাপূর্ণ ক্যাপস্টোন লিডারশিপ কোর্স ২০২৫/২ সফলভাবে সম্পন্ন করেছেন। ১৩ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত মিরপুর সেনানিবাসে আয়োজিত এই কোর্সে জাতীয় নিরাপত্তা, কৌশলগত নেতৃত্ব ও বহুপাক্ষিক সহযোগিতা বিষয়ে জ্যেষ্ঠ নেতাদের অন্তর্দৃষ্টি বাড়ানো হয়।
এই কোর্সে অংশ নেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, নীতিনির্ধারক, কূটনীতিক, শিক্ষাবিদ, কর্পোরেট নির্বাহী, গণমাধ্যম ব্যক্তিত্ব, আইনজ্ঞ ও ব্যবসায়ী সমাজের প্রতিনিধিরা। প্রশিক্ষণে কেস স্টাডি, যৌথ বিশ্লেষণ এবং সিমুলেশন অনুশীলনের মাধ্যমে জাতীয় ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়।
৩১ জুলাই আয়োজিত সমাপনী ও সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান এবং সভাপতিত্ব করেন এনডিসির কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক। তারা অংশগ্রহণকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই কোর্স পরিবর্তনশীল বিশ্ব বাস্তবতায় অন্তর্ভুক্তিমূলক ও সংস্কারমুখী নেতৃত্ব তৈরিতে অবদান রাখছে।
শেলটেক, এনভয় লিগ্যাসি, এনভয় টেক্সটাইলস ও গ্রিন টেক্সটাইলস লিমিটেডের এমডি হিসেবে তানভীর আহমেদের এই অংশগ্রহণ তার দূরদর্শী নেতৃত্ব ও জাতীয় উন্নয়নের প্রতি প্রতিশ্রুতির প্রতিফলন।