গাজা উপত্যকায় অনাহারে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর অনাহারে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯ জনে। এর মধ্যে অন্তত ৯০ জনই শিশু বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা, মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গাজা উপত্যকায় শিশুদের জন্য প্রয়োজনীয় ফর্মুলা পানীয়ের তীব্র সংকট দেখা দিয়েছে। বিশ্ব খাদ্য সংস্থার সহযোগিতায় কাজ করা জাতিসংঘের খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি ইতোমধ্যেই চরম রূপ নিয়েছে।
ইসরাইলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে, তারা গাজায় মানবিক সহায়তা প্রবেশে কোনো ধরনের বাধা দিচ্ছে না। তবে ইউরোপীয় মিত্ররাষ্ট্র, জাতিসংঘ এবং অন্যান্য ত্রাণ সংস্থাগুলো এই দাবিকে অস্বীকার করেছে।
এদিকে, একটি আলাদা ঘটনায়, দক্ষিণ গাজার রাফাহ এলাকায় বুধবার সকালে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (GHF) এর ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে ছয়জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় হাসপাতাল সূত্র। ঘটনার আগে জনগণ বিতরণ কেন্দ্রে প্রবেশের চেষ্টা করলে একটি ইসরায়েলি ট্যাংক তাদের লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।
তবে GHF বিবিসিকে জানিয়েছে, তাদের কোনো স্থাপনায় বা নিকটবর্তী এলাকায় এমন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। এ বিষয়ে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, ঘটনাস্থলে সন্দেহভাজনদের সমাবেশ তাদের সৈন্যদের জন্য হুমকি হয়ে দাঁড়ায়। পরে তাদের সরে যেতে বলা হয় এবং সেনারা বিতরণ কেন্দ্র থেকে শত শত মিটার দূরে সতর্কতামূলক গুলি চালায়।
আইডিএফ আরও জানায়, তাদের হাতে থাকা তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা তাদের পর্যবেক্ষণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।