যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনীর তথ্যমতে, বিমানটি লেমুর নেভাল এয়ার স্টেশন-এর নিকটবর্তী এলাকায় ভেঙে পড়ে। তবে পাইলট দ্রুত প্রতিক্রিয়া দেখিয়ে সফলভাবে ইজেক্ট করে প্রাণে বাঁচেন।
নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, পাইলট বর্তমানে নিরাপদে রয়েছেন এবং এই দুর্ঘটনায় আর কেউ আহত হননি।
ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। মার্কিন নৌবাহিনী বলছে, দুর্ঘটনার তদন্ত চলছে।
এফ-৩৫ যুদ্ধবিমানটি নির্মাণ করেছে প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী জায়ান্ট প্রতিষ্ঠান লকহিড মার্টিন। প্রতিষ্ঠানটি এ বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি।
উল্লেখ্য, এফ-৩৫ হলো মার্কিন সামরিক বাহিনীর সবচেয়ে উন্নত ও ব্যয়সাপেক্ষ যুদ্ধবিমানগুলোর একটি।
সূত্র: রয়টার্স