Friday, August 1, 2025
32.9 C
Dhaka

সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীর বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ

বরগুনায় তালাকপ্রাপ্ত এক নারী তার সাবেক স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেছেন। দুই সন্তানের জননী ওই নারী বুধবার (৩০ জুলাই) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে এ অভিযোগ দায়ের করেন। আদালত অভিযোগ আমলে নিয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে রেকর্ড করার নির্দেশ দিয়েছেন।

ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ লায়লাতুল ফেরদৌস মামলাটি গ্রহণ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) রনজুয়ারা সিপু।

মামলার বিবরণ
মামলার একমাত্র আসামি পটুয়াখালী জেলার পঁচাকোড়ালিয়া গ্রামের সেকান্দার আলী আকনের ছেলে আবদুল মান্নান (৪৫)। অভিযোগকারিণী নারী তার লিখিত অভিযোগে জানান, স্বামী আবদুল মান্নানের সঙ্গে তার সংসার চলাকালে তাদের দুটি সন্তান জন্ম নেয়। গত জুন মাসের শেষদিকে সন্তানদের নিয়ে তিনি বাবার বাড়ি বেড়াতে যান।

অভিযোগ অনুযায়ী, ১ জুলাই সন্ধ্যায় আবদুল মান্নান তার বাবার বাড়িতে গিয়ে রাতটি তার সঙ্গে কাটান এবং পরদিন সকালে ঢাকায় ফিরে যান। পরে ৭ জুলাই পোস্ট অফিস থেকে পাওয়া একটি রেজিস্ট্রি চিঠির মাধ্যমে তিনি জানতে পারেন, তাকে ২৫ জুন তালাক দেওয়া হয়েছে।

তার অভিযোগ, তালাক দেওয়ার পর তা গোপন রেখে স্বামী পরিচয়ে তিনি ১ জুলাই তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন, যা ধর্ষণের শামিল।

আসামির বক্তব্য
অভিযোগ অস্বীকার করে আবদুল মান্নান গণমাধ্যমকে বলেন, “তালাক দেওয়ার পর আমি আর শ্বশুরবাড়িতে যাইনি। বাদীর সঙ্গে আমার কোনো সাক্ষাৎ হয়নি। তার অভিযোগ সঠিক নয়।”

পরবর্তী পদক্ষেপ
আদালতের নির্দেশনা অনুযায়ী, মামলাটি এখন তদন্তাধীন রয়েছে। পুলিশ এজাহারভুক্ত করে প্রাথমিক তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

বি.দ্র.: সংবেদনশীল এ বিষয়ে রিপোর্ট প্রকাশে পাঠকের ভাবনাপ্রবণতা ও নৈতিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানানো যাচ্ছে। মামলাটি বিচারাধীন, তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের ফলাফলের ওপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে।

 

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

বর্ষায় শাকপাতা খাওয়ার সঠিক নিয়ম ও সতর্কতা

শাকসবজি হলো সুস্থ ও পুষ্টিকর খাদ্যের অন্যতম প্রধান অংশ।...

মাছের মাথা খাওয়ার পুষ্টিগুণ, জানুন বিজ্ঞানসম্মত বিশ্লেষণ

মাছের মাথা খাওয়া কি স্বাস্থ্যকর? জানুন গবেষণালব্ধ উপকারিতা বাংলাদেশের রন্ধনসংস্কৃতিতে...

জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী?

বিশ্বজুড়ে যখন কম বয়সেই নানা রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর...

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক সাতটি ঘরোয়া মসলা

স্বাস্থ্য সচেতনতার যুগে অন্ত্রের সুস্থতা এখন শুধু হজমের সীমায়...

চাঁদাবাজি নিয়ন্ত্রণে প্রয়োজনে ডিটেনশন আইনের প্রয়োগ: পুলিশ সদরদপ্তরের বৈঠকে কঠোর নির্দেশনা

সাম্প্রতিক সময়ে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সহিংসতা...

ফিলিস্তিনকে স্বীকৃতি সেপ্টেম্বরে: কূটনৈতিক কৌশল নাকি আন্তর্জাতিক চাপের ফল

চলতি বছরের জুলাই পর্যন্ত বিশ্বের ১৪৭টি দেশ ফিলিস্তিনকে স্বাধীন...

ক্যালিফোর্নিয়ায় এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট অক্ষত

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে একটি আধুনিক এফ-৩৫ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে।...

এক বছরে আইনি সংস্কার, ডিজিটালাইজেশন ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারে গতি—আইন মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরা হলো

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের এক...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img