টানা বর্ষণ ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি হঠাৎ বেড়ে যাওয়ায় রাঙামাটির বিখ্যাত ঝুলন্ত সেতুটি সম্পূর্ণভাবে তলিয়ে গেছে। সেতুর ওপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় পর্যটকদের জন্য সেতুতে ওঠার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন কমপ্লেক্স কর্তৃপক্ষ।
পর্যটন কমপ্লেক্স সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের শুরু থেকেই টানা বৃষ্টিতে কাপ্তাই হ্রদের পানি বাড়তে থাকে। গত সোমবার সেতুর কিছু অংশে পাটাতনের ওপর পানি ওঠে। তবে বুধবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে পানির উচ্চতা আরও বেড়ে গিয়ে পুরো সেতুটি পানির নিচে চলে যায়। পরিস্থিতি বিবেচনায় সকাল ১০টার দিকে পর্যটকদের জন্য সেতুটি বন্ধ ঘোষণা করা হয়।
রাঙামাটি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, “সেতুর পাটাতনের ওপর এখন প্রায় চার ইঞ্চি পানি রয়েছে। দুর্ঘটনা এড়াতে পর্যটকদের সেতুতে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে নিকটবর্তী এলাকার স্থানীয় বাসিন্দারা প্রয়োজনীয় প্রয়োজনে সতর্কতার সঙ্গে পারাপার করতে পারবেন।