Wednesday, July 30, 2025
31 C
Dhaka

আবু সাঈদ হত্যা মামলা: ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের ফের শুনানি আজ। মামলায় আসামিপক্ষের শুনানির তারিখ আজ মঙ্গলবার নির্ধারণ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

সোমবার (২৮ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ শুনানি হয়। ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর। এদিন একই ট্রাইব্যুনালে সাভারের আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানো এবং লক্ষ্মীপুরে পাঁচজনকে হত্যার মামলারও শুনানি হয়। গতকাল সকালে এ তিন মামলায় গ্রেপ্তার মোট ১৭ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

গতকাল শুনানিতে রাষ্ট্রপক্ষ আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে যুক্তি তুলে শুনানি করে। ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ পড়ে শোনান এবং ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। এরপর দিনের কার্যক্রম শেষ করে ট্রাইব্যুনাল আসামিপক্ষের শুনানির জন্য আজ মঙ্গলবার দিন রাখেন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রসিকিউটর মিজানুল ইসলাম, আব্দুস সাত্তার পালোয়ান ও বিএম সুলতান মাহমুদ।

এর আগে গতকাল সকালে আবু সাঈদ হত্যা মামলায় গ্রেপ্তার ছয় আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। কৌঁসুলি মিজানুল ইসলাম বলেন, ‘চব্বিশের গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলায় ৩০ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার আসামিপক্ষের আইনজীবীরা শুনানি করবেন। ’
গত ১৩ জুলাই আবু সাঈদ হত্যা মামলায় পলাতক ২৪ আসামির বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আসামিদের হাজির করার নির্দেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে অন্য মামলায় গ্রেপ্তার থাকা আসামি রাফিউল হাসান রাসেল ও আনোয়ার পারভেজ আপিলকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে হাজির করতে নির্দেশ দেওয়া হয়। এ মামলায় পলাতক থাকা ২৪ আসামির জন্য রাষ্ট্রের পক্ষ থেকে চারজন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে।

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলা: বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটজন আসামি পলাতক রয়েছেন। পলাতক এই আট আসামির পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াইয়ের জন্য দুজন আইনজীবীকে স্টেট ডিফেন্স হিসেবে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক আট আসামিকে হাজির হতে দুটি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের পরও তারা উপস্থিত না হওয়ায় তাদের অনুপস্থিতিতেই অভিযোগ গঠনের জন্য আগামী ৭ আগস্ট পরবর্তী দিন ঠিক করা হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাইব্যুনাল এসব নির্দেশনা দিয়েছেন।

গত ২ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাভারের আশুলিয়ায় ছয় লাশ পোড়ানোর ঘটনায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলামসহ ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এই ১৬ আসামির মধ্যে গ্রেপ্তারকৃত ৮ আসামিকে গতকাল ট্রাইব্যুনালের কাঠগড়ায় হাজির করা হয়।

আশুলিয়ায় লাশ পোড়ানোর নৃশংস ঘটনায় করা মামলার পর চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘গত ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যার পর লাশগুলো পুলিশ ভ্যানে রেখে আগুন লাগিয়ে দেন পুলিশ সদস্যরা। যখন এসব মরদেহে আগুন দেওয়া হচ্ছিল, তখন একজনকে জীবিত থাকা অবস্থায় তার গায়ে পেট্রোল ঢেলে আগুন দেওয়া হয়।’ নৃশংস এ ঘটনায় গত ১১ সেপ্টেম্বর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা করা হয়।

আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের ৩ নেতাকে জিজ্ঞাসাবাদের নির্দেশ: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের তিনজনকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের জিজ্ঞাসাবাদ করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। তিন আসামি হলেন লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী, সদর উপজেলার দিঘলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন জাবেদ ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহীন আলম। একই সঙ্গে মামলার পরবর্তী শুনানির দিন ২২ সেপ্টেম্বর ধার্য করেন আদালত।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ঢাকায় প্রতি মাসে গড়ে ২০টি খুন ও ৪১টি ছিনতাই : ডিএমপি

চলতি বছরের প্রথম ছয় মাসে (জানুয়ারি-জুন) রাজধানীর ৫০টি থানায়...

গোপালগঞ্জে ১৩ মামলায় আসামি ১৫ হাজারের বেশি

গোপালগঞ্জে এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) সমাবেশকে কেন্দ্র করে সহিংসতার...

স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে অগ্রগতি পর্যালোচনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে সভা

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে বাংলাদেশের উত্তরণ প্রস্তুতি নিয়ে উচ্চ...

লাস ভেগাসে হতে পারে ২০২৬ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র

২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠিত হতে পারে...

চার দশকে ৪০ সিনেমার চুক্তি, কিন্তু হারিয়ে গেলেন জুগল হংসরাজ

১৯৭২ সালের ২৬ জুলাই, মুম্বাইয়ে জন্ম নেওয়া জুগল হংসরাজ...

আগামী ৫ দিনে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনে দেশের অধিকাংশ এলাকায়...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img