দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সমাধান প্রক্রিয়ায় গতি না আসায় রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের ওপর হতাশা প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বৃহস্পতিবার (১১ জুলাই) মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেন রুবিও।
বৈঠক শেষে সাংবাদিকদের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, “ইউক্রেন যুদ্ধ সমাধানে অগ্রগতির ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন, সেটিই আমি লাভরভকে স্পষ্টভাবে জানিয়েছি।” তিনি আরও বলেন, যুদ্ধ বন্ধের ক্ষেত্রে রাশিয়ার কোনো সদিচ্ছা দেখা যাচ্ছে না, যা বর্তমান কূটনৈতিক প্রচেষ্টাকে জটিল করে তুলছে।
তবে বৈঠকের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, “ইউক্রেন ইস্যুতে উভয় দেশের মধ্যে একটি গঠনমূলক ও আন্তরিক মতবিনিময় হয়েছে।”
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে আলাদা করে কথা বলেন। যদিও এই আলোচনা সত্ত্বেও যুদ্ধ থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এর প্রমাণ মিলেছে গতকাল (বুধবার) রাতেও, যখন ইউক্রেনের রাজধানী কিয়েভে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, হামলায় ১৮টি ক্ষেপণাস্ত্র ও প্রায় ৪০০টি ড্রোন ব্যবহার করেছে রুশ বাহিনী। এতে ২ জন নিহত ও ১৬ জন আহত হন।
বিশ্লেষকরা মনে করছেন, আসিয়ান সম্মেলনের ফাঁকে রুবিও-লাভরভ বৈঠকটি ছিল কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ। তবে বৈঠকের ফলাফল দেখে স্পষ্ট, ইউক্রেন যুদ্ধ বন্ধের পথ এখনও অত্যন্ত কঠিন ও অনিশ্চিত।