জুলাই গণ–অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব নাগরিককে এক জিবি করে ইন্টারনেট ডেটা বিনা মূল্যে দেবে সরকার। আগামী ১৮ জুলাই এই সুবিধা চালু থাকবে, যা পাঁচ দিন পর্যন্ত ব্যবহারযোগ্য হবে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) আজ বুধবার মোবাইল অপারেটরদের কাছে এ সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, দেশের সব মোবাইল অপারেটরকে নির্ধারিত দিনে তাদের গ্রাহকদের পাঁচ দিনের মেয়াদসহ এক জিবি ইন্টারনেট ডেটা দিতে হবে। ফ্রি ডেটা প্রসঙ্গে গ্রাহকদের আগেই এসএমএসের মাধ্যমে জানানো হবে।
এ বিষয়ে রাত ৯টার দিকে অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তাঁর অফিসিয়াল ফেসবুক পেজে বলেন, “জুলাই গণ–অভ্যুত্থান স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনা মূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বিটিআরসি।”
প্রসঙ্গত, গত বছরের জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের সময় ইন্টারনেট সেবা বন্ধ রেখেছিল তৎকালীন সরকার। সেই প্রেক্ষাপটে, এ বছরের ১৮ জুলাই—আন্দোলনের এক বছর পূর্তিতে—সরকার বিনা মূল্যে ইন্টারনেট ডেটা সরবরাহের এই পদক্ষেপ নিয়েছে।