রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গতকাল মঙ্গলবার চালানো এই অভিযানের তথ্য বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ডিএমপি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযান চলাকালে ট্রাফিক আইন লঙ্ঘনকারী যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে ১৫১টি গাড়িকে ডাম্পিং করা হয়েছে এবং ৭২টি গাড়িকে রেকার করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, রাজধানীর সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।