বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দিয়েছে তুরস্ক। সফররত দেশটির প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গরগুন মঙ্গলবার (৮ জুলাই) পৃথকভাবে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এই আশ্বাস দেন।
সেনাসদরের এক্স হ্যান্ডলে দেওয়া তথ্য অনুযায়ী, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সাক্ষাতে হালুক গরগুন দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে আগ্রহ প্রকাশ করেন। এ সময় সেনাপ্রধান বাংলাদেশের প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে তুরস্কের সহায়তায় আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরি এবং প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আগ্রহ দেখান।
এছাড়া, বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খানের সঙ্গে সাক্ষাতে দুই দেশের সামরিক সম্পর্ক, প্রযুক্তি আদান-প্রদান এবং কারিগরি সহায়তা নিয়ে আলোচনা হয়। বিমানবাহিনীর ফেসবুক পেজে জানানো হয়েছে, এই সফরের মাধ্যমে দুদেশের সামরিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।
পরে বিকেলে তুরস্কের প্রতিনিধি দলটি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যমুনায় সাক্ষাৎ করেন। সরকারি বার্তা সংস্থা বাসস জানায়, এই বৈঠকে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্প ও সামগ্রিক দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্লেষকরা বলছেন, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা খাতে এই ধরনের যোগাযোগ বাংলাদেশের জন্য নতুন প্রযুক্তি ও অভিজ্ঞতা অর্জনের একটি সম্ভাবনাময় দিক উন্মোচন করবে, যা ভবিষ্যতে দেশীয় প্রতিরক্ষা শিল্পের বিকাশে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।