জয়পুরহাট ও বদরগঞ্জে পানিতে ডুবে চার শিশুর করুণ মৃত্যু
জয়পুরহাট সদর ও রংপুরের বদরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে চার শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৭ জুলাই) জয়পুরহাট সদর উপজেলার দিওর গ্রামে পুকুরে এবং বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে গোসলে নেমে এই দুর্ঘটনা ঘটে।
জয়পুরহাটে নিহত দুই শিশু হলেন দিওর গ্রামের হারুনুর রশিদের ছেলে আবির হোসেন (৬) এবং হাবিবুর রহমানের মেয়ে হুমাইরা আক্তার। তারা প্রতিবেশী ছিল এবং বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। দুপুরে স্থানীয়রা দুই শিশুর মরদেহ পানিতে ভাসতে দেখে উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
জয়পুরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়েছি।’
অন্যদিকে, রংপুরের বদরগঞ্জে পাকার মাথা রেলসেতুর পাশে যমুনেশ্বরী নদীতে তিন শিশু গোসল করতে নামে। একপর্যায়ে দুজন ডুবে যায়। আশপাশের লোকজন একটি শিশুকে উদ্ধার করলেও অপরজন নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে তার মরদেহ উদ্ধার করে।
নিহত দুই শিশু হলেন—দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার শিমুলবাড়ী গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান (১৩) এবং পার্বতীপুর উপজেলার লক্ষণপুর গ্রামের আফতাব হোসেনের ছেলে আলিফ হোসেন (১২)। তারা দুজনেই বদরগঞ্জের একটি নুরানি মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলেন। ছুটি থাকায় তারা প্রাচীর টপকে বাইরে গিয়ে নদীতে গোসল করতে নেমেছিল বলে জানিয়েছেন মাদ্রাসার শিক্ষক আসাদুল হক।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম আতিকুর রহমান বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।