বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন নয়: বগুড়ায় এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের ঘোষণা
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “বিচার, সংস্কার, তারপরই নির্বাচন হতে হবে।” তিনি দাবি করেন, গণহত্যা ও গুলির ঘটনার জন্য দায়ীদের বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করতে হবে—যারা গুলি করেছে, তাদের বিচার শুরু করতে হবে এবং সেটা দৃশ্যমান হতে হবে।
শনিবার বেলা ১১টায় বগুড়ার পর্যটন মোটেলে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। নাহিদ ইসলাম বলেন, “ভবিষ্যতে যেই সরকারই আসুক না কেন, বিচার প্রশ্নে আপস করা যাবে না। শহীদ পরিবারকে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”
তিনি জানান, এনসিপির জুলাই ঘোষণাপত্রে শহীদদের মর্যাদা ও অবদানের কথা স্থান পাবে। একই সঙ্গে সংস্কারের অঙ্গীকারও থাকবে।
গণহত্যা মামলার প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম অভিযোগ করেন, “মামলা নিয়ে দেশে বাণিজ্য হয়েছে। পুলিশ আসামি ধরে আবার ছেড়ে দিয়েছে। অনেক জায়গায় জামিন দেওয়া হয়েছে। এখনো স্বৈরাচারের দোসর ও ফ্যাসিস্টদের সহায়তাকারীরা সক্রিয় রয়েছে।” তিনি জানান, এনসিপি এসব মামলা তদারক করবে এবং শহীদ পরিবারের পাশে থাকবে শুধুমাত্র রাজনৈতিক সম্পর্ক নয়, আজীবনের দায়বদ্ধতা থেকে।
এ সময় এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা বলেন, “জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। যদিও চিকিৎসা নিয়ে বহু সমস্যা হয়েছে, তবু এসব সমস্যার সমাধান নিশ্চিত করতে হবে।”
সভা শেষে এনসিপির নেতারা শহরের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে সাতমাথা পর্যন্ত পদযাত্রায় অংশ নেন। পদযাত্রা শেষে সাতমাথায় মুক্তমঞ্চে পথসভা অনুষ্ঠিত হয়।