উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের চিকিৎসায় সহযোগিতা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন। মঙ্গলবার দিবাগত রাতে তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা তাকে স্বাগত জানান।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মাইলস্টোন ট্র্যাজেডির পর বাংলাদেশি মেডিকেল টিমকে পরামর্শ ও সহযোগিতা দিতে সিঙ্গাপুরের এই চিকিৎসক এসেছেন। এটি চিকিৎসা সহায়তার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে বিবেচিত হচ্ছে।
বুধবার আরও তিনজন বিশেষজ্ঞ প্রতিনিধি ঢাকা সফরে আসছেন—সিং হেলথের সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, পুন লাই কুয়ান এবং লিম ইউ হান জোভান।
এদিকে আইএসপিআর জানিয়েছে, মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ৩২ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ১৬৫ জন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে।