Wednesday, August 13, 2025
28.4 C
Dhaka

স্বাধীনতার উড়াল চিঠি 

ইভান আহমেদ রাকিব

শনিবার তুমুল বৃষ্টি আর মেঘের অন্ধকার কেটে রবিবার প্রভাতের আলো ফুটেছে,আধো আলো চারপাশ কুয়াশায় ডুবে আছে।
বেলা নয়টায় সূর্যের এক ছিলতে আলোকরশ্মি জানালার ফাক দিয়ে গৃহে প্রবেশ করেছে আর তখনি আবির এর চিৎকার আর চিৎকার,নবাবপাড়ের মতি চাচাকে পশ্চিম পাকিস্তানী সেনারা গুলি করে মেরেছে।

কি অবাক কান্ড!

এই কথা শুনে একটু ভয় হয়েছিলো তবে ভয় অতিক্রম করে গৃহ ছাড়তে তেমন ভয় হয়নি।

বাহিরে পা ফেলতেই গুলির শব্দ স্পষ্ট শুনতে পেলাম,কাদের চাচা দৌড়ে এসে বললো মরতে দাড়িয়েছিস বেটা?

কাদের চাচার কথায় বাড়িতে ডুকে গেলাম আর বিভিন্ন ভাবনায় ডুবে গেলাম।

হায়নার দল কী চায়?

রাত দুপুর ব্রিটিশ-মেরিনের সেপাহীরা এসে ছাউনি ফেলছে শহরে শহরে।

শহরে তখন তেমন বসতি ছিলোনা। ছিলো সারি সারি ঊধ্বমুখী গাছের ঘন অরন্য।

গ্রামে তখন গভীর উত্তেজনা, লালবাগ সেপাহীরা বিদ্রোহ করতে পারে কিন্তু সেই দিনে ব্রিটিশ-মেরিনের সেনারা শহরে তাঁবু ফেলেছিলো।

শেষ রাতে ব্রিটিশ-মেরিনের আক্রমনে লালবাগ এর মাটি লাল হয়ে উঠে।

মৃত্যুর যন্ত্রনায়  আর্তনাদ করা ছাড়া তেমন কিছু করতে পারেনি লালবাগ সেনারা।

রাত শেষে ভোর হলো। পাখির ডাকে ভোরের শিশির জমে আছে ঠান্ডা ঘাসে।

মাঠে বসে শীতের নরম রোদ গায়ে মাখছে বৃদ্ধ ও শিশুরা একটু যেতেই দেখলাম ১১ জন যুবক কি নিয়ে যেন পরামর্শ করছে তাদের সাথে কথা বলার কৌতুহল জাগলো। শেষে আর যাওয়া হলোনা। তবে তাদের দলনেতার নামটা দূর থেকেই শুনছি মুজিবুর।
মাঠ পেরিয়ে রাস্তায় উঠতেই দেখলাম স্কুলের ছোট ছেলে-মেয়েরা পরিপাটি হয়ে স্কুল এর উদ্দেশ্যে রওনা দিচ্ছে কিন্তু তাতে বাধা দিলো পুলিশ,ছেলে-মেয়েরা ভয় পেয়ে ফিরে এলো।

সবাইকে পুলিশ নিষেধ করলেও দেয়ালে হেলান দেওয়া ধূলো মাখা কাপড় পরিধান করা তাছলিমা পাগলের দিকে কেউ ফিরেও তাকালো না,তাছলিমা ও ছিলো ১০ জন মানুষের মতোই সুস্থ। কিন্তু ছেলের মৃত্যু সহজ ভাবে নিতে পারেনি এই মা।

দুপুর ঘনিয়ে এলো, বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।বাড়ির আঙ্গিনায় আসতেই কান্নার আওয়াজ, এগিয়ে দেখলাম আর কেউ নয় আমার মা রক্তে মাখা কাদের চাচার পাশে বসে কাঁদছে। এই দৃশ্য দেখে রক্তের বর্ন হয়ে গেলো আমার চোখ। দৌড়ে চলে গেলাম বালুর মাঠে। সেখানে মানুষের হুড়োহুড়ি চলছে সবাই গৃহ ত্যাগ করে ভারতে আশ্রয় নিতে যাচ্ছে।

২ দিন পর দেখলাম বালুর মাঠের বস্তি গুলোর ও কোন চিহ্ন নেই একটু এগিয়ে দেখলাম বটমূলে মুজিব সেনারা পরামর্শ করছে, তারা বিদ্রোহ করতে চায়।

আমি ও তাদের সাথে যুক্ত হলাম।

তাদের বিদ্রোহের কথা ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন কৌশল অবলম্বন করে।

তাদের সেনাদের যেন চিনতে পারে সে ব্যবস্থা ও করেছে বুদ্ধমান মুজিব। ছোট কাপড়ের গায়ে চিহ্ন বসিয়ে দিয়েছে।

এইভাবে কয়েক দিন কাটতে লাগলো এক সময় পূর্ব পাকিস্তানের মানুষ পঁচা লাশ, রক্তে মাখা মাটি, চোখের সামনে বোনকে নির্যাতন সইতে না পেরে প্রতিবাদ মুখি হয়ে মুজিব এর দলে যোগ দিলো।

মুজিব ৭ই মার্চ সকলকে উপস্থিত থাকতে বলেন।

সকলেই উপস্থিত থেকে মুজিবের জন্য অপেক্ষা করছে কিন্তু মুজিব কোথায়?

এক সময় পুরো মাঠে চিৎকার শুনে বুজলাম মুজিব উপস্থিত হয়েছে।

মুজিব মঞ্চে উঠেই ঊধ্ব ধ্বনিতে বলতে লাগলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। তোমাদের যা আছে তা নিয়েই প্রস্তুত থাকো।

সে থেকেই আমরা স্বাধীনতা অনুভব করি।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-দিনাজপুর মহাসড়কের খলসি এলাকায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার...

রাঙামাটিতে ওভারহেড পানির ট্যাঙ্ক নির্মাণে ভূমিধসের ঝুঁকিতে ৬ পরিবার

রাঙামাটির রাজবাড়ী এলাকায় প্রতিবন্ধী বিদ্যালয়ের পাশে জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের...

মার্কিন শুল্ক বৃদ্ধিতে বিপর্যয়ের মুখে ভারতের চিংড়ি রপ্তানি খাত

ভারতের অন্যতম প্রধান কৃষি রপ্তানি খাত চিংড়ি শিল্প বর্তমানে...

প্রথমবারের মতো হামাসকে সন্ত্রাসী সংগঠন বললেন ভারতের সেনাপ্রধান

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী প্রথমবারের মতো ফিলিস্তিনের স্বাধীনতাকামী...

যুক্তরাষ্ট্রে রানওয়েতে বিমান দুর্ঘটনা, আগুনে ক্ষতিগ্রস্ত একাধিক বিমান

যুক্তরাষ্ট্রের মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে অবতরণের সময় একটি ছোট...

ছক্কায় শীর্ষে অস্ট্রেলিয়া, রেকর্ড গড়েও পিছিয়ে বাংলাদেশ

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম দল হিসাবে হাজার ছক্কার মাইলফলক ছুঁয়েছিল...

জয়ে চোখ রেখে বিকালে মাঠে নামছে আবাহনী

এএফসি চ্যালেঞ্জ লিগের প্লে-অফে আজ মাঠে নামছে দেশের দুই...

রোনালদোকে বিয়ের সম্মতি দিলেন জর্জিনা

দীর্ঘ আট বছরের সম্পর্কের পর অবশেষে বিয়ের পথে এগোচ্ছেন...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img