সাবিত রেজা
সাফল্য নামক একটা মরীচিকার পিছনে আমরা প্রতিনিয়ত ছুটছি। ভ্যান চালক করিম মিয়াও স্বপ্ন দেখে একদিন বাড়িতে পাকা বিল্ডিং করবে। রাস্তায় ভিক্ষা করা আব্দুল মোকলেসও একদিন পেট পুরে ভালো খাবার স্বপ্ন দেখে। যেই ছেলেটা মাসিক হাজার দশেকের চাকরি করে। সেও স্বপ্ন দেখে একদিন দামি গাড়িতে করে প্রিয়তমা কে নিয়ে পুরো শহরটা ঘুরবে। জীবনের কাছে বারবার হেরে যাওয়া মানুষগুলোও তাই একদিন স্বপ্ন দেখে আবার ঠিক ঠিক ঘুরে দাঁড়াবে। যখন তোমার জীবনের সবকটা আশার বাতি নিভে যাবে,চারিদিকের আপন ভাবতে থাকা মানুষগুলোও যখন তোমাকে ছেড়ে চলে যাবে,নিজকে যখন খুব বেশী ভ্যালুলেস মনে হবে। ঠিক তখনও বিশ্বাস রাখো সেই একদিনের উপর। আমাদের জীবন হচ্ছে খুব বাজে একটা রেস। তোমার ডেডিকেশান এর চাইতে এখানে লোক-দেখানো রেজাল্ট এর কদর বেশী। জীবনে তাই বাঁচার জন্য হলেও তোমাকে প্রতি সেকেন্ডে দৌড়াইতেই হবে। একটু থামলেই দেখবা অন্যরা তুচ্ছ-তাচ্ছিল্যকরে তোমাকে টেনে-হিচড়ে দিবে।জীবনকে নিজের মত করে বাচতে শিখতে হবে।কে কি বলল তা ভেবে দিন পার করলে দিন শেষে নিজেই এর জন্য হাইহতাশ হতে হবে।তাই বাচার মত বাচতে হলে অবশ্যই অপরের কথা বাদ দিয়ে নিজেকে বিশ্বাস করতে হবে।