– ফাতিহা অরমিন নাসের
দ্বিতীয় বিশ্বযুদ্ধে, জাপানের হিরোশিমা-নাগাসাকিতে বোমা হামলার ফলাফল কী ছিলো জানেন? তেজস্ক্রিয়তার প্রভাবে হামলার অনেক অনেক বছর পরও জন্ম নিতো বিকলাঙ্গ শিশু।
১৯৭১ সালে আমাদের দেশে কিছু দুপেয়ে জানোয়ারের আগমনের প্রভাবে আজো জন্ম নেয় কিছু বিকৃতমস্তিষ্ক জানোয়ার। এরা ১৪ই ডিসেম্বরের পূনরাবৃত্তি ঘটাতে চায়।
স্যার ফিজিক্সের নাড়িনক্ষত্র বুঝলেও বোঝেননি এইসব কুলাঙ্গারদের। তাই নিরাপদ ভবিষ্যৎ ছেড়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ভরসা করেছিলেন দেশের মানুষদের। সেই ভরসার প্রতিদানই আজ আমরা দিচ্ছি তাঁর মাথায় ছুরি মেরে, কমেন্টে তাঁকে “নাস্তিক”,” বিধর্মী” বলে অ্যাখ্যায়িত করে।
এরা আবারো দেশকে একশবছর পেছনে ঠেলে দিতে চায়। এদের জন্যই রাজপথে খুন হন অভিজিৎ, এদের জন্যই মাথায় ছুরি পড়ে জাফর ইকবাল স্যারের।
স্যার ফিজিক্সের নাড়িনক্ষত্র বুঝলেও বোঝেননি এইসব কুলাঙ্গারদের। তাই নিরাপদ ভবিষ্যৎ ছেড়ে তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। ভরসা করেছিলেন দেশের মানুষদের। সেই ভরসার প্রতিদানই আজ আমরা দিচ্ছি তাঁর মাথায় ছুরি মেরে, কমেন্টে তাঁকে “নাস্তিক”,” বিধর্মী” বলে অ্যাখ্যায়িত করে।
আমরা উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান দেখে বলবো, নাহ, এই দেশের কিসসু হবেনা। এই আমরাই, দেশের হাল ধরা মানুষদের ছুরি মেরে বেহেশত হাসিল করবো, এই আমরাই কমেন্টে গুণী মানুষদের গালিগালাজ করবো। বাহ বাঙালি, বাহ!
সত্যিই, আমাদের কিসসু হবেনা!