দেশের ক্রেডিট কার্ডে যুক্তরাষ্ট্র, ডেবিটে চীন এবং প্রিপেইডে যুক্তরাজ্যে সর্বাধিক লেনদেন
বাংলাদেশ থেকে ইস্যু করা ব্যাংক কার্ডগুলোর মাধ্যমে বিদেশে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে যুক্তরাষ্ট্র, চীন ও যুক্তরাজ্যে—তবে কার্ডের ধরন ভেদে রয়েছে ভিন্নতা।
বাংলাদেশ ব্যাংকের সদ্য প্রকাশিত এপ্রিল মাসের হালনাগাদ পরিসংখ্যানে উঠে এসেছে এই চিত্র।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, ডেবিট কার্ড ব্যবহারে চীন, আর প্রিপেইড কার্ড ব্যবহারে এগিয়ে রয়েছে যুক্তরাজ্য। প্রতিবেদনে শুধুমাত্র দেশের বাইরে লেনদেনের হিসাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
ক্রেডিট কার্ড লেনদেন: যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ খরচ
২০২৫ সালের এপ্রিল মাসে বাংলাদেশিরা বিদেশে ভ্রমণ ও কেনাকাটায় ক্রেডিট কার্ড ব্যবহার করে খরচ করেছেন মোট ৪৬৮ কোটি টাকা, যা আগের মাস মার্চের তুলনায় ২৯.৪৯ শতাংশ বেশি। মার্চে এই পরিমাণ ছিল ৩৬১ কোটি টাকা। তবে বার্ষিক হিসাবে এই খরচ কিছুটা কমেছে। গত বছরের এপ্রিল মাসে এই খাতে খরচ হয়েছিল ৫০৬ কোটি টাকা।
বিদেশে ক্রেডিট কার্ড ব্যবহারের দিক থেকে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র, যেখানে খরচ হয়েছে ৬৬ কোটি টাকা। এরপর রয়েছে থাইল্যান্ড (৪৭ কোটি), সিঙ্গাপুর (৪৫ কোটি), যুক্তরাজ্য (৪৩ কোটি) ও মালয়েশিয়া (৪৩ কোটি টাকা)।
একসময় ক্রেডিট কার্ডে সর্বাধিক লেনদেন হতো ভারতে। তবে বর্তমানে ভিসা জটিলতার কারণে এই সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে এসেছে। এপ্রিল মাসে ভারতে খরচ হয়েছে মাত্র ৩১ কোটি টাকা, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৬৮ শতাংশ কম।
ব্যাংক কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক রাজনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতির কারণে অনেকের ব্যাংক হিসাব জব্দ হয়েছে, যার ফলে তাদের কার্ড ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিভিন্ন দেশে ভিসা পাওয়া কঠিন হয়ে যাওয়ায় বিদেশভ্রমণ কমেছে, যার প্রভাব পড়েছে কার্ড লেনদেনেও।
ডেবিট কার্ড লেনদেন: চীনে সবচেয়ে বেশি
এপ্রিল মাসে ডেবিট কার্ডের মাধ্যমে দেশের বাইরে লেনদেন হয়েছে ৩১০ কোটি টাকা। এর মধ্যে চীনে খরচ হয়েছে সর্বোচ্চ ৬৪ কোটি টাকা। এরপর রয়েছে যুক্তরাষ্ট্র (৩৬ কোটি), ভারত (২৯ কোটি), যুক্তরাজ্য (২৫ কোটি) এবং আয়ারল্যান্ড (২৪ কোটি টাকা)।
প্রিপেইড কার্ড লেনদেন: যুক্তরাজ্যে শীর্ষে
প্রিপেইড কার্ড ব্যবহার করে বিদেশে খরচ হয়েছে ৮৪ কোটি টাকা। এর মধ্যে যুক্তরাজ্যে সবচেয়ে বেশি, ১৮ কোটি টাকা। এরপর নেদারল্যান্ডস (১০ কোটি), যুক্তরাজ্য ও ভারত (৯ কোটি করে) এবং কানাডা (৭ কোটি টাকা) খরচ হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান বিভাগ এই প্রতিবেদন তৈরি করেছে দেশের ৫৬টি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের তথ্য বিশ্লেষণ করে। এতে উঠে এসেছে কার্ডভিত্তিক আন্তর্জাতিক লেনদেনের বর্তমান প্রবণতা, যা অর্থনৈতিক ও ভ্রমণচিত্রের গুরুত্বপূর্ণ ইঙ্গিত বহন করে।