আগামী ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। সংগঠনটি এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটির প্রতি সংহতি প্রকাশ এবং দিবসটির তাৎপর্যকে সম্মান জানিয়ে বিজিএমইএ এই সিদ্ধান্ত নিয়েছে।
বিজিএমইএর ভাষ্য অনুযায়ী, “সরকার প্রতিবছর ৫ আগস্ট ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করে। তবে শ্রম আইন, ২০০৬-এর ধারা ১১৮ এবং শ্রম বিধিমালা, ২০১৫-এর বিধি ১১০ অনুযায়ী, দেশের পোশাক কারখানাগুলো শুধুমাত্র বছরে নির্ধারিত ১১ দিনের উৎসব ছুটির জন্য বাধ্য থাকে, ফলে ৫ আগস্টের এই ছুটি আইনগতভাবে আবশ্যিক নয়।”
তবুও সংগঠনটি জানিয়েছে, “গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং সরকারের ঘোষণাকে সম্মান জানিয়ে বিজিএমইএ সব সদস্য কারখানাকে ৫ আগস্ট সাধারণ ছুটি পালনের জন্য বিশেষভাবে অনুরোধ করছে।”
উল্লেখ্য, ৫ আগস্ট দেশে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করা হয়। ১৯৭৫ সালের এই দিনে ঘটা ঐতিহাসিক ঘটনার স্মরণে দিনটি বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ স্থান দখল করে আছে। বিজিএমইএর এই সিদ্ধান্তকে অনেকেই পোশাক খাতে সামাজিক দায়বদ্ধতার ইতিবাচক প্রকাশ হিসেবে দেখছেন।