ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালে দেশব্যাপী অনলাইন ও অফলাইন মাধ্যমে উগ্রপন্থী বা বিতাড়িত ফ্যাসিবাদী গোষ্ঠীর মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে পুলিশের বিশেষ শাখা (এসবি)।
গত সোমবার (২৮ জুলাই) প্রকাশিত একটি গোপনীয় প্রতিবেদনে এসবি বিষয়টি তুলে ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ বিভাগের সব ইউনিটকে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে। প্রথম আলোর কাছে এসবির একটি সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন অনুযায়ী:
গত ১ জুলাই থেকে সরকার, বিভিন্ন রাজনৈতিক দল ও ফ্যাসিবাদবিরোধী সামাজিক সংগঠনগুলো একাধিক কর্মসূচি পালন করছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কালকে এসবি ‘সংবেদনশীল’ হিসেবে চিহ্নিত করেছে। এই সময়ে সংঘটিত কর্মসূচিগুলোকে কেন্দ্র করে অপশক্তি বিভিন্নভাবে:
দেশে অস্থিরতা ও বিশৃঙ্খলা ছড়াতে,
কর্মসূচিতে বাধা দিতে,
রাষ্ট্রীয় সম্পত্তি ও জননিরাপত্তা বিঘ্নিত করতে
চক্রান্ত করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নিরাপত্তা নিশ্চিত করতে এসবির নির্দেশনায় যা রয়েছে:
বিশেষ অভিযান: ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশব্যাপী টার্গেটেড নিরাপত্তা তৎপরতা।
তল্লাশি জোরদার: সন্দেহজনক ব্যক্তি, মোটরসাইকেল, মাইক্রোবাস ও অন্যান্য যানবাহনে নিয়মিত তল্লাশি।
সংবেদনশীল স্থানে নিরাপত্তা: বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাট ও বিমানবন্দরের আশপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা।
গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর: ঝুঁকিপূর্ণ ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা জোরদার।
সাইবার নজরদারি: অনলাইন গুজব ও অপপ্রচারে নিয়ন্ত্রণে সাইবার পেট্রোলিং বৃদ্ধি।
গোয়েন্দা তৎপরতা: মাঠ পর্যায়ে গোয়েন্দা কার্যক্রম জোরদার।
তাৎক্ষণিক রিপোর্টিং: যেকোনো অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে এসবিকে অবহিত করার নির্দেশ।
এসবির পক্ষ থেকে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে থেকে সব ধরনের অপতৎপরতা প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে।