রাজধানীর কারওরান বাজারে দুই বাসের রেষারেষিতে হাত হারানো তিতুমীর কলেজের শিক্ষার্থী রাজীব হোসেনের চিকিৎসা ব্যয়ভার বহন করতে বিআরটিস ও স্বজন পরিবহনকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বুধবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে হাত হারানো শিক্ষার্থীকে কেন এক কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, সড়ক পরিবহন সচিব, পুলিশের মহাপরিদর্শক, ডিএমপি কমিশনারসহ আট বিবাদীকে আগামী ৪ সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার দুপুরে কারওরান বাজারে বিআরটিসি’র একটি বাসে ওঠার সময় পাশ থেকে আরেকটি বাস চাপা দিলে দুই বাসের মাঝে পড়েন রাজীব হোসেন। এতে রাজীবের ডান হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই বাসের চাপায় ঝুলতে থাকা ওই হাতের ছবি বুধবার সংবাদমাধ্যমেও প্রকাশিত হয়। ওই প্রতিবেদন যুক্ত করে সুপ্রিম কোর্টের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল বুধবার হাইকোর্টে রিট আবেদন করেন। এরপর হাইকোর্ট এই আদেশ দেন।
জানা গেছে, রাজীবের বাবা-মা কেউ বেঁচে নেই। তিন ভাইয়ের মধ্যে বড় রাজীব পড়ালেখার পাশাপাশি একটি প্রতিষ্ঠানে কম্পিউটার টাইপ করে তিনি নিজের এবং ছোট দুই ভাইয়ের খরচ চালাতেন।