সিলেটে বুদ্ধিপ্রতিবন্ধী তরুণীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে তিন চালক গ্রেপ্তার
সিলেটের কানাইঘাট উপজেলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক তরুণীকে (১৯) অপহরণ ও দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজন গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরদিন শুক্রবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কানাইঘাট উপজেলার শুভঙ্কর দাস (২৭), বাবুল আহমদ (২৮) ও ফাহাদ মিয়া (২৫)। এঁদের মধ্যে একজন মাইক্রোবাস এবং বাকি দুজন পিকআপচালক।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাতে মেয়েটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিলেন। রাতে হঠাৎ মা জেগে উঠে দেখেন, মেয়েটি ঘরে নেই এবং দরজা খোলা। পরিবারের সদস্যরা রাতেই খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন সকালে উপজেলার বালুচর এলাকা থেকে মেয়েটিকে গুরুতর অবস্থায় উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, মেয়েটি বুদ্ধিপ্রতিবন্ধী এবং মাঝে মাঝে কাউকে না জানিয়ে ঘর থেকে বেরিয়ে যেতেন। বুধবার সকালে মেয়েটিকে যখন পাওয়া যায়, তখন তিনি মানসিক ও শারীরিকভাবে অত্যন্ত ভেঙে পড়া অবস্থায় ছিলেন। ঘটনার পরদিন তাঁকে থানায় নিয়ে গেলে পুলিশ তাঁকে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠায়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত তিনজন মঙ্গলবার রাতে তরুণীকে অপহরণ করে গাড়িতে তুলে নিয়ে যান এবং পরে তাঁকে যৌন নির্যাতন করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আউয়াল জানান, তরুণীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলায় তিনজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।