রাজধানীর মহাখালীতে মুখোশ পরা দুর্বৃত্তদের গুলিতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক কর্মচারী নেতা জামান হোসেন (৪০) আহত হয়েছেন। শুক্রবার (২৭ জুলাই) রাত সোয়া আটটার দিকে হাসপাতালের পাশে স্টাফ কোয়ার্টারের সামনে এ ঘটনা ঘটে।
গুলিটি তাঁর ডান চোখের পাশে লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জামান হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক।
ভাই সালাউদ্দিন সজল জানান, চা পান করতে বাসা থেকে বেরিয়ে দোকানে বসতেই মুখোশধারী দুজন হামলা চালায়। পুলিশ জানায়, হামলার কারণ ও হামলাকারীদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। বনানী থানার ওসি রাসেল সারোয়ার জানান, হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে।