যশোরে বিপ্লব হোসেন রনি (৩২) নামে এক কাপড় ব্যবসায়ীকে শরীরে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। সোমবার সন্ধ্যায় জেলার সদর উপজেলার দৌলতদিহি গ্রামে এ ঘটনা ঘটে। দ আহত রনির অবস্থা আশঙ্কাজনক। যশোর জেনারেল হাসপাতালে ভর্তির পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাওয়া হচ্ছে।
রনির বাবা যশোর শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার বাসিন্দা এসএম শফি জানান, তার ছেলের যশোর কালেক্টরেট মার্কেটে কাপড়ের দোকান রয়েছে। তার স্ত্রী-সন্তানও আছে। কিন্তু এরপরও দৌলতদিয়া গ্রামের মিন্টুর মেয়ে আফসানা আক্তার মিম ওরফে পারভিনা রনিকে প্রেমের জালে ফাঁসিয়ে তার কাছ থেকে দশ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। এ টাকা চাওয়ায় পারভিনা সোমবার বিকালে কৌশলে রনিকে তার বাবার বাড়ি দৌলতদিয়া গ্রামে ডেকে নিয়ে যায়। সেখানে বাড়ির উঠোনে বসে কথা বলার সময় পেছন থেকে রনির মাথায় আঘাত করেন পারভিনা। এসময় রনি মাটিতে পড়ে গেলে তার শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় পারভিনা। পরে রনির চিৎকারে প্রতিবেশিরা ছুটে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ঘটনার সময় রনির কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ও একটি ক্রেডিট কার্ড হাতিয়ে নেয়া হয় বলেও তার বাবা দাবি করেন। যশোর জেনারেল হাসপাতালের ইর্ন্টান চিকিৎসক সুব্রত সিংহা জানান, আগুনে রনির শরীরের ৫০ ভাগ পুড়ে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। পরে স্বজনরা রনিকে নিয়ে ঢাকার পথে রওনা দেন।
কোতোয়ালি থানার এসআই মিজানুর রহমান জানান, টাকা-পয়সা নিয়ে পারভিনা ও রনির মধ্যে মনোমালিন্য হয়। এর জের ধরে পারভিনার ইন্ধনে ৫/৬ জন দুর্বৃত্ত রনিকে আটকে মারপিট করে। একপর্যায়ে পেট্রোল ঢেলে শরীরে আগুন ধরিয়ে দেয়।