Saturday, August 2, 2025
27.1 C
Dhaka

বাবা-বোনকে খুনের দৃশ্য মনে পড়তেই আঁতকে উঠছে হিরা

৭ম শ্রেণির ছাত্রী হিরার (১৩) চোখের সামনে খুন করা হয়েছে তার বাবা ও বোনকে। নিজের দুলাভাই চোখের সামনেই নির্মভাবে কুপিয়ে হত্যা করে হিরার বাবা ও বোনকে। সেই নির্মম হত্যাকাণ্ডের ৫ দিন পরও প্রায় সময়ই অজানা ভয়ে আঁতকে ওঠছে হিরা। হত্যার দৃশ্য মনে পড়তেই হাউমাউ করে কাঁদছে সে।

আগে থেকেই মা নেই, এখন বাবা-বোনও খুন হলেন। আপন দুই ব্যক্তিকে হারিয়ে অসহায় হয়ে পড়েছে হিরা। এখন তার একটাই চাওয়া, বাবা ও বোনের হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি।

ইন্দুরকানী উপজেলার পাড়েরহাটের ভাড়া বাসায় কথা হয় হিরার সাথে। কথা বলার সময় মাঝে মধ্যেই ডুকরে কেঁদে উঠছে হিরা। কাঁদতে কাঁদতেই হিরা তার বাবা ও বোনের হত্যাকাণ্ডের লোমহর্ষক ঘটনা জানায়। হিরা জানায়, ৫ বছর আগে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার বৈশাখীপাড়া গ্রামের হাবিবুর রহমান আপনের সঙ্গে তার বোন রিপা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তারা পাড়েরহাট বাজারে বাসা ভাড়া নিয়ে থাকত। তাদের আড়াই বছর বয়সের একটি ছেলে আছে।

সে জানায়, দুলাভাই আপন নেশা করে প্রায়ই তার বোনকে মারধর করত। ৬ মাস আগে পারবারিক কলহের জেরে রিপা বাবার বাড়িতে এসে থাকা শুরু করে। এ নিয়ে শুক্রবার শালিশ বৈঠকের কথাও ছিল। তার আগের দিন বৃহস্পতিবার রাতে হিরা তার বোন-বাবার সঙ্গে পাড়েরহাট বাজারে যায়। ফেরার পথে স্থানীয় শহীদ মিনারের কাছে আচমকা আপন ধারালো দা দিয়ে রিপাকে (২০) কে কোপাতে শুরু করে। এ সময় তার বাবা বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে মাটিতে ফেলে দেয়। বাবা ও বোনকে রক্ষা করতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। এ সময় হিরার চিৎকারে এলাকাবাসী এগিয়ে এসে আপনকে আটক করে পুলিশে দেয়। পরে আহতদের উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করে। পরের দিন শুক্রবার হিরার ছোট চাচা রিপন ফকির বাদী হয়ে ইন্দুরকানী থানায় ঘাতক হাবিবুর রহমান আপনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জাকির হোসেন জানান, ঘাতক আপন থানায় এবং আদালতে জবানবন্দীতে পারিবারিক কলহের জেরে ক্রোধে তাদেরকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দিয়েছে।

তিনি জানান, হিরা পাড়েরহাট বন্দরের সন্মিলিত বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। তার ছোট একটি ভাই আছে। সে ৪র্থ শ্রেণিতে পড়ে। দরিদ্র বাবা পাড়েরহাট বাজারে ভাড়া বাসায় থেকে ভাঙারির ব্যবসা করতেন। বাবা-মা হারিয়ে আজ তারা নিঃস্ব।

Hot this week

নীল শাড়ি রূপা আর এক হিমালয়ের হিমু

সেদিন হিমালয় থেকে হিমু এসেছিল। মো. মোস্তফা মুশফিক তালুকদার। মাথার উপর...

সিজিপিএ বনাম অভিজ্ঞতা — মাহফুজা সুলতানা

বন্ধু, তোমার সিজিপিএ আমায় ধার দিও। বিনিময়ে,আমার থেকে অভিজ্ঞতা নিও।...

‘দেবী’কথনঃ একটু খোলামেলাই!

জুবায়ের ইবনে কামাল আপনি কি দেবী সিনেমা নিয়ে আমার মতই...

শরৎকাল: কাশের দেশে যখন প্রকৃতি হাসে !

ইভান পাল || আজ কবিগুরুর একটা গান ভীষণ মনে পড়ছে--- "আজি...

মাওঃ সাদ সাহেবের যত ভ্রান্ত উক্তি

বেশ কিছুদিন যাবৎ মাওঃ সাদ সাহেবকে কেন্দ্র করে তাবলীগ...

ঘাড়ব্যথায় অবহেলা নয়, সতর্কতাই প্রতিরোধের পথ

আধুনিক জীবনযাপনে ঘাড়ব্যথা একটি সাধারণ কিন্তু উপেক্ষিত সমস্যা হয়ে...

শিশুদের টাইপ ১ ডায়াবেটিস: অবহেলার সুযোগ নেই, সচেতনতাই রক্ষাকবচ

বর্তমানে বাংলাদেশে শিশুদের টাইপ ১ ডায়াবেটিস একটি ক্রমবর্ধমান স্বাস্থ্য...

মাইলস্টোন দুর্ঘটনা: আহতদের সহায়তায় ঢাকায় পৌঁছেছেন সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসক

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায়...

ভারত-ইংল্যান্ড ম্যাচে পাকিস্তানি ভক্তকে মাঠ ছাড়া করায় ল্যাঙ্কাশায়ারের দুঃখপ্রকাশ

ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের শেষ দিনে পাকিস্তানের জার্সি পরে...

ত্রিদেশীয় সিরিজ আয়োজন করছে আমিরাত, অংশ নিচ্ছে পাকিস্তান ও আফগানিস্তান

এশিয়া কাপের ঠিক আগমুহূর্তে পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে একটি...

শুধু প্রত্যাশা নয়, ভালো প্রস্তুতিতেই হবে বিশ্বকাপে সাফল্যের চাবিকাঠি: শান্ত

বৈশ্বিক টুর্নামেন্টে ব্যর্থতার বৃত্ত ভাঙতে হলে কেবল প্রত্যাশা নয়,...

ওভাল টেস্ট থেকে ছিটকে গেলেন ক্রিস ওকস

ভারতের বিপক্ষে চলমান ওভাল টেস্টে ফিল্ডিং করতে গিয়ে বাঁ...

বিধানসভায় মোবাইলে ‘তাস খেলায়’ ধরা পড়ায় কৃষিমন্ত্রী মানিকরাও কোকাটেকে সরিয়ে দেওয়া হলো

মহারাষ্ট্রের বিধানসভায় অধিবেশন চলাকালীন মোবাইলে ‘জঙ্গলি রামি’ খেলতে ধরা...
spot_img

Related Articles

Popular Categories

spot_imgspot_img