Home বাংলাদেশ আইন ও অপরাধ প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা প্রেমিকের

প্রেমিকার নাবালিকা মেয়েকে ধর্ষণের চেষ্টা প্রেমিকের

0

প্রেমিকার নাবালিকা কন্যাকেই ধর্ষণ করার পরিকল্পনা করেছিলেন প্রেমিক৷ এমন নারকীয় অভিপ্রায় জানার পর নিজের মেয়েকে বাঁচাতে নিজের প্রেমিককে হত্যা করে ফেলেন মেয়েটির মা। ভারতের বেঙ্গালুরুতে ঘটনাটি ঘটেছে। অভিযুক্ত সেই নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত সেই নাম রঘু।একটি কাপড়ের কারখানায় অভিযুক্ত নারীর সঙ্গেই কাজ করত সে। গত কয়েকমাস ধরেই তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নারীর স্বামী কর্মসূত্রে বাইরে থাকেন। সেই সুযোগে সেই নারীর বাড়িতে নিত্য যাতায়াত ছিল রঘুর। কিন্তু বেশ কিছুদিন ধরেই রঘুর বেশ কিছু আচরণে তার সন্দেহ হয়।

সেই নারীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সেই নারীর কিশোরী মেয়ের প্রতি রঘু মাত্রাতিরিক্ত বেশি আগ্রহ দেখাতে থাকে । মেয়ের প্রতি রঘুর এমন ব্যবহারের কারণে মহিলা তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন। কিন্তু রঘু হঠাতই রাতে বাড়িতে হানা দিয়ে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে। সে যাত্রা রঘুকে নিরস্ত করতে পারলেও তিনি বরাবরের জন্য আতঙ্ক থেকে মুক্তি পাওয়ার পরিকল্পনা করেন। মেয়েকে রঘুর হাত থেকে বাঁচানোর তাকে খুন করে ফেলেন।

প্রথমে খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে রঘুকে অজ্ঞান করে দেন। পরে কাটারি দিয়ে কেটে ফেলেন তার গলা। মায়ের এই কাণ্ড দেখে ভয়ে আতঙ্কে কাঁদতে শুরু করে তার মেয়ে। চিতকার চেঁচামেচির আওয়াজ পেয়ে প্রতিবেশীরা এসে দেখেন এমন কাণ্ড। পরে তারাই সেই নারীকে পুলিশের হাতে তুলে দেন। নিজের অপরাধ স্বীকার করেছেন অভিযুক্ত নারী।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version