পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা শিক্ষার্থীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছেলে ও বাবাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-হৃদয় গাজী ও তার বাবা দুলাল গাজী।
রবিবার (১৬ মার্চ) বিকালে ঐ মাদ্রাসা শিক্ষার্থীর মা ইন্দুরকানী থানায় হৃদয় গাজী ও দুলাল গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন। পরে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ।
মামলায় বলা হয়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী একই এলাকার সপ্তম শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রায়ই উত্ত্যক্ত করতো। গত ২২ জানুয়ারি ওই শিক্ষার্থীকে মাদ্রাসার সামনে থেকে তুলে নিয়ে গোপালগঞ্জে তার খালারবাড়িতে নিয়ে যায়। হৃদয় গাজী তাকে ওই বাড়িতে রেখে একাধিকবার ধর্ষণ করে। পরে নিজ বাড়িতে নিয়ে আসে ঐ শিক্ষার্থীকে। ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেছে মেয়ের পরিবার।
ঐ মাদ্রাসা শিক্ষার্থীর মা জানান, তারা মেয়েকে আনতে গেলেও মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয়নি। মামলা করতেও বাধা দেওয়া হয়। আজ (১৭ মার্চ) ঐ শিক্ষার্থীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে জানিয়েছে পুলিশ।