হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার এলাকায় এক ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে, যার ফলে জনি দাস নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় সন্দেহভাজন সাজু মিয়াকে পুলিশ সোমবার (৭ জুলাই) সকাল সাড়ে পাঁচটার দিকে হবিগঞ্জ সদর উপজেলার কামড়াপুর এলাকা থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সাজু মিয়া আজমিরীগঞ্জ উপজেলার পশ্চিমবাগ গ্রামের বাসিন্দা এবং বর্তমানে হবিগঞ্জ সদর উপজেলার নাদিরাবাদ এলাকায় ভাড়াটিয়ার মতো বসবাস করছিলেন।
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) একেএম সাহাবুদ্দিন শাহীন জানান, ৩ জুলাই ভোররাতে চোর সন্দেহে জনি দাসের বাবা নরধন দাসের বাড়িতে একদল চোর ঢুকে পড়ে। এ সময় জনি দাস (১৭), যিনি হবিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, চোরকে ধরে ফেলতে গেলে তার ওপর ছুরিকাঘাত চালানো হয়। এরপর তার বড় ভাই জয় দাস ছেলের রক্ষা করতে এগিয়ে গেলে তাঁকেও ছুরিকাঘাত করা হয়। আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জনিকে মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, ঘটনার পর নরধন দাস বাদী হয়ে শনিবার সদর থানায় অজ্ঞাত আসামিদের নামে হত্যা মামলা করেন। পুলিশ অভিযানের মাধ্যমে সাজু মিয়াকে গ্রেপ্তার করে এবং তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।