সাবেক এমপি শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজির ঘটনায় গণতান্ত্রিক ছাত্রসংসদের বহিষ্কৃত কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক জানে আলম অপুকে ৪ দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (৩ আগস্ট) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এ আদেশ দেন।
বিকাল ৩টার দিকে একটি সাদা প্রাইভেটকারে করে অপুকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় এবং ৩টা ২৮ মিনিটে তাকে আদালতে তোলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক মোখলেছুর রহমান ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে আসামিপক্ষ জামিন চাইলে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে জোর যুক্তি দেয়। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে ১ আগস্ট রাজধানীর ওয়ারী এলাকা থেকে অপুকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।