রাজধানীর গাবতলীতে মারধর ও অ্যাসিড নিক্ষেপের অভিযোগে বাংলা চলচ্চিত্রের খল চরিত্রে অভিনয় করা অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে এক নারী বাদী হয়ে মামলাটি করেন। মামলার অভিযোগ গ্রহণ করে আদালত তদন্তের দায়িত্ব দেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)। আগামী ৬ আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালতের বেঞ্চ সহকারী সিরাজুল ইসলাম।
আদালত সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মামলায় ডিপজলের সঙ্গে আরও এক ব্যক্তিকে আসামি করা হয়েছে, যার নাম ফয়সাল। তিনি ডিপজলের একান্ত সচিব হিসেবে পরিচিত।
মামলার এজাহারে বলা হয়, বাদী ৩৫ বছর বয়সী ওই নারী ডিপজলের একজন ভক্ত হিসেবে গত ২ জুন গাবতলীর গরুর হাটে যান। সেখানে উপস্থিত জনসমাগম দেখে আগ্রহবশত তিনি ডিপজলের অবস্থান করা একটি কক্ষে প্রবেশ করেন এবং অভিনেতার প্রতি নিজের মুগ্ধতার কথা জানান।
অভিযোগে আরও বলা হয়, ওই নারী কক্ষ ত্যাগে অনিচ্ছুক হলে ডিপজল রুষ্ট হয়ে ওঠেন এবং তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন। এরপর তাঁর সহযোগীরা ওই নারীকে শারীরিকভাবে লাঞ্ছিত করে কক্ষ থেকে বের করে দেন। ঘটনার প্রতিবাদ জানালে ডিপজলের নির্দেশে আবারও ওই নারীকে আটক করে হাত–পা বেঁধে মারধর করা হয় এবং একপর্যায়ে তাঁর ওপর অ্যাসিড নিক্ষেপ করা হয়।
পরবর্তীতে আহত নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন এবং চিকিৎসা সংক্রান্ত নথিপত্র ও ঘটনার আলামত হিসেবে কিছু ছবি আদালতে দাখিল করেন।