সরকারি জমি এখন থেকে আর কোনো সংস্থাকে প্রতীকী মূল্যে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, “কোনো সংস্থা যদি জমি নিতে চায়, তাহলে তাদের বাজারমূল্যে জমি কিনতে হবে।”
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত ও সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
চট্টগ্রামে সেনাবাহিনীর জমি চাহিদা
বৈঠকে আলোচনায় উঠে আসে, চট্টগ্রাম অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী সমরাস্ত্র কারখানা সম্প্রসারণ করতে চায়। এজন্য তারা ১৭ কোটি টাকার বিনিময়ে জলিল টেক্সটাইল মিলসের ৫৪.৯৯ একর জমি নেওয়ার প্রস্তাব দেয়। এই জমি হস্তান্তরের বিষয়ে নীতিগত অনুমোদনের জন্য প্রস্তাব উত্থাপন করা হয়।
অর্থ উপদেষ্টার পর্যবেক্ষণ
এ বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, “প্রতীকী মূল্যে জমি দিলে তার যথাযথ ব্যবহার নিশ্চিত হয় না। অনেক সময় ১০ একরের প্রয়োজন হলেও ১০০ একরের দাবি করা হয়। তাই এখন থেকে জমি নিতে হলে পূর্ণ মূল্য পরিশোধ করতে হবে।