ব্যাংকস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আবদুল হাই সরকার বলেন, নীতি প্রণয়নে বেসরকারি খাতের অংশগ্রহণ অপরিহার্য।
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই) আয়োজিত ‘কাস্টমস ও ভ্যাট-সংশ্লিষ্ট আইন ও বিধির প্রায়োগিক দিক’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন বিএবি চেয়ারম্যান আবদুল হাই সরকার। কর্মশালায় দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের ৩০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
বিসিআইর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ) বলেন, কাস্টমস ও ভ্যাট বিষয়ে ব্যবসায়ীদের মধ্যে যথেষ্ট জ্ঞান ও ধারণার অভাব রয়েছে, যার ফলে নিয়মিত জটিলতার সম্মুখীন হতে হচ্ছে। এই কর্মশালার মাধ্যমে ব্যবসায়ীরা কাস্টমস ও ভ্যাট আইন ও বিধির সঠিক প্রয়োগ সম্পর্কে ধারণা লাভ করবেন।
এছাড়া কর্মশালায় এনবিআরের প্রথম সচিব (কাস্টমস) তারেক হাসান এবং দ্বিতীয় সচিব (ভ্যাট নীতি) ব্যারিস্টার মো. বদরুজ্জামান মুন্সী কাস্টমস ও ভ্যাট নীতির বিভিন্ন দিক বিস্তারিত তুলে ধরেন।